সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয় – ভেতর থেকেই পাথর হয়ে যায়।
কিছু মানুষ কখনো ভেবেই দেখে না যে, তাদের আচরণের উপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে।
একা হয়ে গেলেই শান্তি। কারণ, ঠঁকানোর কেউ নেই, অবহেলা করার কেউ নেই, প্রত্যাশা করার কেউ নেই, কষ্ট দেওয়ার কেউ নেই। তাই মাঝে-মধ্যে একা হয়ে যেতে হয়।
অপেক্ষা করাটা কষ্টকর, ভুলে যাওয়াটাও কষ্টকর। কিন্তু, কোনটা করা উচিত না তা বুঝতে পারাটা আরও বেশি কষ্টকর।
কলম যতোই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনই মানুষ যতোই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন।
ভালোবাসা খুবই সুন্দর যদি তা সঠিক মানুষের সাথে হয়।
খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনটাই করা উচিত নয়। কারণ, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়।
শুনছো, তুমিও একদিন আফসোস করে বলবা, ওর সাথে কাজটা ঠিক করি নাই।
দারিদ্রতাকে মানুষ যেভাবে ভয় করে সেভাবে যদি জাহান্নামকে ভয় করতো তাহলে সব মানুষই জান্নাতে যেত।
নিয়তি কখনো ঠকায় না যদি নিয়তটা সঠিক হয়। নিয়তির নিয়মে মানুষের হেরে গিয়েও জিত হয়।
উপকার করা মহৎ কাজ তবে উপকার করে কাউকে খোটা দেওয়া নীচু মানসিকতার পরিচয়।
যার যতো বেশি স্মৃতি সে ততো বেশি একা। আমিও একা। কবরের পাশে ফোঁটা পদ্মফুলের মতোই খুব একা।
মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন। দেখবেন, অনেক ভালো আছেন।
হাজারো কল্পনার শেষ স্থান হচ্ছে অন্ধকার এক কবর।
কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না। মনে রেখ, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে।
মাফ করতে পারবো না তোমাকে, পারলে এমনিই ভালো থেকো। কারণ, তোমাকে মাফ করলে নিজের সাথে মূলত অবিচার করা হবে।
ফেসবুক বন্ধু ২০০০, ফলোয়ার মাত্র ৫০০ জন। আবার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমো গ্রুপ আরও কত কি! কিন্তু তুমি যখন আইসিইউ’তে তখন বাইরে কেবল তোমার বাবা-মা, ভাই-বোন যাদের জন্য তোমার সময় ছিলো না। কাল্পনিক দুনিয়া থেকে বের হয়ে এসে নিজের পরিবারকে সময় দাও।
কুকুর মার খেয়েও বিশ্বাসী হয়ে থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে।
অতীত জিনিসটা খুবই ভয়ংকর। যতোই ভুলে থাকার চেষ্টা করি না কেন, গভীর রাতে ঠিকই মনে পড়ে যায়।
বড় একটা আঘাত জীবনে বড় একটা পরিবর্তন এনে দিতে পারে। তবে আঘাতটা যত কষ্টেরই হোক না কেন, পরিবর্তনটা যেন সুন্দর হয়।
ভাই হলো প্রতিটা বোনের কাছে ছায়ার মতো ভালোবাসা যা বোনকে সব সময় আগলে রাখে।
চুপ থাকি বলে ভেবো না ভালো আছি। শুধু বলতে পারি না, কারণ- তুমি কখনো বুঝবে না।
দড়ির উপর হেঁটে দাঁড়িয়ে থাকার নাম সার্কাস। আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন।
মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে জাহান্নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারতো, মৃত্যু থেকে নয়।
খুব জানতে ইচ্ছে করে কি লেখা আছে আমার এই জীবনের শেষ পাতায়।
১০ বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিলাম না, কিন্তু সুখে ছিলাম।
ঠঁকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনদিনও কাউকে ঠঁকাতে শিখিনি।
কবরের বাঁশ পঁচে যাওয়ার আগে মানুষের লাশ পঁচে যায় তবুও কিছু মানুষের অহংকার কমে না।
পিছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখানো মানুষগুলো দূরে থাকাই উত্তম। কারণ, এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ংকর।
ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে জায়গাটুকু আজীবন শূন্য রাখাই শ্রেয়।
অতিরিক্ত মানসিক চাপে তারাই থাকে যারা অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছে।
জীবন নিয়ে আর কোন আফসোস নেই। কারণ, জীবনে থাকা মানুষগুলোকে চেনা হয়ে গেছে।
কেউ আমার জন্য অপেক্ষা না করলেও মসজিদে রাখা খাটটি ঠিকই অপেক্ষা করছে।
পৃথিবীর সবচেয়ে বেশি তীব্র যন্ত্রণা হচ্ছে – জীবিত মানুষকে কাছে পেয়েও হারিয়ে ফেলার শোক! আর এই কষ্টটা মানুষকে তিলে তিলে শেষ করে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
গভীর রাতে যখন নিজেকে অনুভব করি তখন বুঝি আল্লাহ ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবার জন্য শুভকামনা!
0 মন্তব্যসমূহ